সারাদিনের ক্লন্তিতে মনকে চনমনে করে তুলতে কফির জনপ্রিয়তা বেশ তুঙ্গে। শুধু ক্লান্তিতে মন ভরাবে না কফি স্কিন ক্যান্সারের ঝুঁকি কমাতেও কার্যকরী।
ভিভোর নতুন চমক! ৬ ক্যামেরা নিয়ে Vivo V17 Pro
ম্যালিগন্যান্ট মেলানোমা নামের এক স্কিন ক্যান্সারে প্রতিবছর বিশ্বে বহু মানুষের মৃত্যু ঘটেছে। তবে আশার কথা হচ্ছে প্রতিদিনের এক চুমুক কফি এই ক্যান্সারে হাত থেকে মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনতে পারে।
চুপিচুপি আরও স্মার্ট হোন
গবেষণায় বের হয়ে এসেছে যারা নিয়মিত কফি পানে অভ্যস্ত নয়, তাদের থেকে যারা প্রতিদিন ৪ কাপ কিংবা অধিক কফি পান করেন, তাদের ক্ষেত্রে ম্যালিগন্যান্ট মেলানোমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি ২০ ভাগ কমে যায়।
পরিবেশ বন্ধু ভ্যানকুভার
গবেষণায় আরও পাওয়া যায়, দৈনিক চার কাপ কিংবা বেশি কফি পানা শরীরের জন্য খুব একটা ক্ষতিকর নয়। তবে অধিক কফি পানে অভ্যস্ত না হলে চার কাপ পান করা শুরু করবেন না, এতে বিপরীত প্রভাব পড়তে পারে।
ছবিতে মালাইকা অরোরা এবং ১২ বছরের ছোট অর্জুন কাপুর
তবে এটা ভেবে নিবেন না যে নিয়মিত কফি পানে স্কিন ক্যান্সার থেকে বেঁচে যাবেন। সেজন্য ত্বককে নিরাপদ রাখতে সূর্যের অতি বেগুনি রশ্নি থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। নিয়মিত কফি পানকারীদের জন্য সুসংবাদ, কফি পানের অভ্যাসের কারণে আপনি বেশ কয়েক ধরণের স্কিন ক্যান্সার থেকে নিরাপদ থাকবেন।