পরিবেশ বন্ধু ভ্যানকুভার

বিশ্বের পরিবেশের বন্ধু শহরের কথা বললেই প্রথমেই শোনা যায় ভ্যানকুভার কথা। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার এই শহরটি সিমেন্স গ্রিন সিটির তালিকায় শীর্ষস্থানে।

Vancouver
বয়ফ্রেন্ডের চিঠি পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

পৃথিবীর অন্যসব শহরকে পিছনে ফেলে কার্বন নিঃসরণের পাশাপাশি বাতাসে দূষণের পরিমাণ সবচেয়ে কম এখানে। কার্বন গ্যাস নিঃসরণ, নিরাপদ পানি, পরিবহণের সুবিধার পাশাপাশি পরিবেশের সাথে শহরের কর্তৃপক্ষের ভূমিকা বিবেচনা করা হয়।

জেনে নিই পরিবেশবান্ধব শহরগুলো সম্পর্কে…

সবুজ শহরের হিসেবে ভ্যানকুভারের নাম সবার উপরে। ব্রিটিশ কলম্বিয়ার অঙ্গরাজ্য ভ্যানকুভার। ১৯৬০ সালের সময় থেকেই সবুজের জন্য শহরটির বেশ নামডাক।

ছবিতে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত

বিশ্বেরও অন্যান্য শহরের থেকে এখানে কার্বন গ্যাসের নিঃসরণ ও বাতাসে ক্ষতিকর উপাদানের দূষণের পরিমাণ কম। শহরটির কর্তৃপক্ষ বরাবরই সবুজায়নের দিকে গুরুত্বারোপ করে আসছে। ভ্যানকুভারে খোলা স্থানগুলোতে হাজারো বাগান তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।

ছবিতে মালাইকা অরোরা এবং ১২ বছরের ছোট অর্জুন কাপুর

আগামী ২০২০ সালের মধ্যেই ৩৩ ভাগ কারণের নিঃসরণের লক্ষ্যমাত্রা ঘোষণা করে ভ্যানকুভার।

খোলা পোশাকে আমির কন্যা ইরা খান (Ira Khan)

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।