রাশিয়ার মস্কোতে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছিল এমন এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে ৭০০ করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছিল।
শনিবার মস্কোর উত্তরের একটি হাসপাতালে এই বড়সর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ। ওই হাসপাতালে ৭০০ করোনা আক্রান্তের চিকিৎসা চলছিল বলে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে। ওই দিনই ২০০ জনকে হাসপাতাল থেকে বের করে আনা হয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে। একতলা থেকে আগুন ছড়াতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। অনেক রোগী অসুস্থ হয়ে পড়েন। করোনা আক্রান্ত রোগীদের কোনও ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।
করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:
উহান ল্যাব থেকে ছড়িয়েছে ভাইরাস, উত্তর খুঁজছেন ট্রাম্প
চীনের পাশে হু, ‘সব দেশেই এমন হতে পারে’
ভিটামিন সি কি কোভিড-১৯ ঠেকাতে পারে?
চীন গোপনে পরমাণু বোমা ফাটিয়েছে, ট্রাম্প প্রশাসনের অভিযোগ
প্রথম করোনাভাইরাসের হদিশ পেয়েছিলেন এক বাস চালকের মেয়ে
ভিডিও সংবাদ:
ইরান vs আমেরিকা: গুলি ছোঁড়ার আগেই বিপর্যয়