কমিউনিটি ট্রান্সমিশনে‌ মিরপুরের রোগীর মৃত্যু কিনা যাচাই করা হচ্ছে: আইইডিসিআর

রাজধানীর মিরপুরের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি কমিউনিটি ট্রান্সমিশনে আক্রান্ত হয়েছিলেন কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

রোববার (২২ মার্চ) বিকেলে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, সিলেটে মারা যাওয়া অপর ব্যক্তির নমূনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় মারা গেছেন সন্দেহে সৎকারের সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তার মৃত্যুর কারণ কোভিক+১৯ কি না তা সে বিষয়টি রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

এর আগে সংবাদ সম্মেলনে করোনাভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আক্রান্তের কথা জানানো হয়। ফলে ভাইরাসটিতে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭। এছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে মোট সুস্থ হয়েছেন পাঁচজন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। অর্থাৎ করোনায় দেশে মৃতের সংখ্যা এখন পর্যন্ত দুজনই।

করোনাভাইরাস সর্বশেষ আপডেট:  বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা: ৩১৮,৫৫৬ মৃত্যু: ১৩,৬৭১ সুস্থ্য: ৯৬,০১১।

করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:

এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার পরীক্ষা পাশ করতে প্যারাসিটামল খেয়ে নামছেন অনেকে!

দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?

করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!

করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?

করােনার তথ্য জানাতে বাড়ানো হয়েছে হটলাইন নম্বর

করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!