উহান ল্যাব থেকে ছড়িয়েছে ভাইরাস, উত্তর খুঁজছেন ট্রাম্প

কোভিড-১৯ বা করোনাভাইরাসে মহামারিতে পুরো দুনিয়া কাঁপছে। বিশ্বজুড়ে ইতিমধ্যে দেড় লাখ বেশি মানুষ মারা গেছে। যুক্তরাষ্ট্র আগেই দাবি করেছে, চীন এই ভাইরাসের জন্য এককভাবে দায়ী। এই দাবিকে আরও জোরালো করে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ভয়াবহ ভাইরাসটি যে চীনের উহানের ল্যাবের মাধ্যমে ছড়িয়েছে এ বিষয়ে খোঁজ নিচ্ছে যুক্তরাষ্ট্র।
Donald Trump

শুক্রবার সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প জানান, আমরা এটার দিকে নজর রেখেছি, আরও বহুলোক এর দিকে নজর রেখেছে। এটা ক্রমেই বোঝা যাচ্ছে।

বিদেশির কণ্ঠে একুশের গান: পুরোটা গাইলে কেঁদে ফেলেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন একটি নির্দিষ্ট ধরণের বাদুড়ের কথা বলেছে, কিন্তু ওই বাদুড় তো সে এলাকায় ছিলই না। ৪০ মাইল দূরে বাদুড় বিক্রি হয়েছিল।

ভাইরাসের উৎস প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, অনেক অদ্ভুত জিনিস ঘটছে, কিন্তু অনেক তদন্তের কাজও চলছে এবং আমরা এটা খুঁজে বার করছি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা যে রূপেই আসুক না কেন, তা চিন থেকে এসেছে। আর বিশ্বের ১৮৪ টি দেশ ভুগছে। ডোনাল্ড ট্রাম্প আরও জানান, উহানে অনুদান দেওয়া বন্ধ করবে আমেরিকা। ওবামা সরকার তাঁদেরকে ৩.৭ মিলিয়ন ডলার অর্থ অনুদান দিয়েছিল।