কোভিড-১৯ বা করোনাভাইরাস চিকিৎসায় রক্তের প্লাজমা। এই সপ্তাহে ডোনেশন সেন্টার খুলছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।
করোনাভাইরাস বলে পরিচিত কোভিড-১৯ ঠেকাতে ঘুম নেই গবেষকদের। কারো চিন্তা বাণিজ্য আর কেউ গবেষণায় আছেন সেবার মনোভাব নিয়ে। চেষ্টা চলছে নানা পথে।
যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কিছু গবেষক রক্তের প্লাজমা ব্যবহার করে করোনা চিকিৎসার চেষ্টা করছেন। তারা বলছেন, সুস্থ হয়ে যাওয়া আক্রান্তের প্লাজমা মরণাপন্ন রোগীর রক্তে দেয়া হলে নতুন এন্টিবডি তৈরি হবে।
এই সপ্তাহে এই মেডিকেল সেন্টারে প্লাজমা ডোনেশন সেন্টার খোলা হচ্ছে। গবেষকরা বলছেন, এই মুহূর্তে তাদের দরকার অনেক ডোনার, যাদের শরীরে কভিড নাইনটিন ভাইরাসের উপস্থিতি প্রথমে পজিটিভ হয়ে পরে নেগেটিভ হয়েছে। এ প্রক্রিয়া অনেক সময় নিলেও গবেষকরা আশাবাদী, তারা করোনা মোকাবেলায় শিগগিরই একটা ভালো খবর দিতে পারবেন বিশ্ববাসীকে।
করোনাভাইরাস সর্বশেষ আপডেট: ৬ এপ্রিল
বাংলাদেশে সংখ্যা: ১২৩, মৃত্যু: ১২, সুস্থ্য: ৩৩।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা: ১,২৮৫,২৬১, মৃত্যু: ৭০,৩৪৪, সুস্থ্য: ২৭১,৮৪৭।
করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:
এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার পরীক্ষা পাশ করতে প্যারাসিটামল খেয়ে নামছেন অনেকে!
দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?
করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!
করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?