করোনাভাইরাস সর্বশেষ আপডেট: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে এ সময়ে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন নিষেধাজ্ঞার আওতায় থাকবে না।
মঙ্গলবার (২৪ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য অফিসার আবু নাসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় রেলভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, সন্ধ্যা ৭টা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হবে।
এর আগে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে যাত্রীবাহী নৌচলাচলও বন্ধ ঘোষণা করেছে নৌপরিবহন মন্ত্রনালয়।
করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:
এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার পরীক্ষা পাশ করতে প্যারাসিটামল খেয়ে নামছেন অনেকে!
দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?
করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!
করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?