কিম জীবিত না মৃত তা নিয়ে রহস্য কাটছে না! কেউ বলছেন অসুস্থ কিম জং উন। আবার কেউ বলছেন, বেঁচে আছেন। কিন্তু কোনটা ঠিক?
এ প্রশ্নের সুরাহা করতে উত্তর কোরিয়ায় তিনটি গোয়ন্দা বিমান পাঠায় যুক্তরাষ্ট্র। ওই বিমানই খবর নিয়ে আসবে কেমন আছেন কিম জং উন (Kim Jong-un)। সেইসঙ্গে উত্তর কোরিয়া কোনও সামরিক কর্মসূচী নিচ্ছে কিনা, সেটাও দেখবে আমেরিকা।
দক্ষিণ কোরিয়াও গোয়েন্দা বিমান মোতায়েন করেছে। যদিও দক্ষিণ কোরিয়ার দাবি কিম জং উন সুস্থভাবে বেঁচে আছে।
সোমবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমি এখন সব কথা বলতে পারছি না। তবে তাঁর স্বাস্থ্য সম্পর্কে আমার ধারণা আছে। আমি শুধুমাত্র শুভ কামনা করছি।
ট্রাম্পের এই বক্তব্যের পরেই কয়েকগুণ বেড়েছে উৎসুকতা। কেন ট্রাম্প এমন করে ধোঁয়াশা জিইয়ে রাখলেন, তা বুঝতে পারছেন না অনেকেই।
করোনাভাইরাস সংক্রান্ত খবর:
উহান ল্যাব থেকে ছড়িয়েছে ভাইরাস, উত্তর খুঁজছেন ট্রাম্প
চীনের পাশে হু, ‘সব দেশেই এমন হতে পারে’
ভিটামিন সি কি কোভিড-১৯ ঠেকাতে পারে?
চীন গোপনে পরমাণু বোমা ফাটিয়েছে, ট্রাম্প প্রশাসনের অভিযোগ
প্রথম করোনাভাইরাসের হদিশ পেয়েছিলেন এক বাস চালকের মেয়ে
বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ফিচার, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.