আরব বিশ্বে আবারো উত্তেজনা। সৌদি বন্দরের কাছে লোহিত সাগরে ইরানি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। এতে বিশ্ববাজারে দুই শতাংশেরও বেশি তেলের দাম বেড়েছে। ইরানের দাবি ট্যাংকারটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।
শুক্রবার ভোরে সৌদি আরবের জেদ্দা বন্দর থেকে ৬০ মাইল দূরে এই ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণের প্রায় আধঘণ্টা পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।
বয়ফ্রেন্ডের চিঠি পোড়াতে গিয়ে বাড়িতে আগুন
ইরানের জাতীয় তেল কোম্পানির মালিকানাধীন এই ট্যাংকার থেকে সাগরে তেল ছড়িয়ে পড়ছিল তবে তা কমে সর্বনিম্ন মাত্রায় পৌঁছেছে বলে ইরানের সরকারি সূত্র খবর দিয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন ইরানের সংশ্লিষ্ট মহলের বিশেষজ্ঞরা।
স্যাবিটি’ নামের ট্যাংকারে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়ে থাকতে পারে কোনো কোনো সূত্রে আশঙ্কা।
ইরানে মার্কিন দূতাবাসে ৫২ জিম্মি উদ্ধারে ব্যর্থ অভিযান
তবে এই জাহাজটি নিরাপদ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। একইসঙ্গে জাহাজের কর্মীরা অক্ষত রয়েছে বলেও ইরানের দাবি। এমনকি তেল ট্যাংকারে কোন ধরণের আগুন লাগেনি বলে জানিয়েছে।