হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেলের ট্যাংকার আটক করেছে ইরান

হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেল ট্যাংকার আটক করেছে ইরান। আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ট্যাংকারটি আটক করেছে বলে শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায় আইআরজিসি’র জনসংযোগ দপ্তর।
তেল ট্যাংকার

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সামুদ্রিক আইন না মানায় হরমুজগানের বন্দর ও সামুদ্রিক যান চলাচল বিষয়ক সংস্থার অনুরোধে ‘স্টেনা ইমরো’ নামক তেল ট্যাংকারটিকে আইআরজিসি আটক করেছে।

প্রিয়া সাহার অভিযোগ সঠিক নয়: মার্কিন রাষ্ট্রদূত

আটক তেল জাহাজটি উপকূলে এনে তল্লাশি চালানো হবে। তেল ট্যাংকার আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এদিকে, গত ৪ জুলাই ব্রিটিশ সরকার জিব্রালটার প্রণালীতে ইরানের একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ আটক করে। এ নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাজ্যের চরম উত্তেজনা বিরাজ করছে।

‘আগের দিন মিন্নি নয়ন বন্ডের বাড়িতে পরিকল্পনায় অংশ নেন’