ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ইউক্রেনের উত্তর-পূর্ব এলাকায় একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার মিসাইল হামলায় দেশটির ৭০ জন সেনা নিহত হয়েছে। সোমবারের এ হামলায় সামরিক ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
সেখানকার স্থানীয় মেয়র কিছু ছবি টেলিগ্রামে পোস্ট করেছেন। ইউক্রেনের সরকারের জরুরি সেবা বিভাগও কিছু ছবি টুইটারে পোস্ট করেছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি:
- ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে রাশিয়া: ইউক্রেন
- ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান বোমাবর্ষণ বন্ধে নো-ফ্লাই জোনের আহ্বান জানিয়েছেন, তবে হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ বিবেচনা করছে না।
- আইসিসির প্রসিকিউটর জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করার পরিকল্পনা করছেন তারা।
- ইউক্রেন থেকে ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ অন্য দেশে আশ্রয় নিয়েছে।
- ইউক্রেন সীমান্তে রুশ পরমাণু অস্ত্র বসাতে সম্মতি দিয়েছে বেলারুশ।
আরও পড়ুন:
ইউক্রেন সীমান্তে রুশ পরমাণু অস্ত্র বসাতে সম্মতি বেলারুশের
রাশিয়ান সেনাদের ঠেকাতে অস্ত্র হাতে মানুষও
স্যোশাল মিডিয়ায় আটক রুশ সেনাদের ভিডিও
রাশিয়ান সৈন্যদের মৃতদেহ সরাতে রেডক্রসকে আহ্বান জানিয়েছে ইউক্রেন