ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: স্যোশাল মিডিয়ায় আটক রুশ সেনাদের ভিডিও

ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় চলছে রক্তক্ষয়ী লড়াই। ইউক্রেন সেনার পাশাপশি স্থানীয়রাও অস্ত্র হাতে রুশ বাহিনীর গতিরোধে নেমেছে।

এমন পরিস্থিতিতে ইউক্রেনের সেনা দাবি করেছে, তাঁদের হাতে এখনও পর্যন্ত ৩৫০০ রুশ সেনার মৃত্যু হয়েছে। আটক হয়েছে আরও ২০০ রুশ সৈন্য। যদিও এ ব্যাপারে রাশিয়া এখনও মুখ খোলেনি। তবে সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে পড়েছে ইউক্রেন সেনার পাশাপাশি স্থানীয়দের হাতে বন্দী রুশ সৈনিকদের ভিডিও ফুটেজ।

আটক রুশ সৈনিক
স্থানীয়দের হাতে আটক রুশ সেনাকে নিয়ে যাওয়া হচ্ছে।
আটক রুশ সেনাদের ঘিরে জটলা।
আহত অবস্থায় আটক রুশ সেনা

ইউক্রেন পরিস্থিতি:

  • রাজধানী কিয়েভে রাশিয়ান বাহিনীর সাথে রাস্তার লড়াই শুরু হয়েছে, তীব্র গুলি ও বিস্ফোরণে কেঁপে উঠেছে কিয়েভ।
  • ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আত্মসমর্পণ না করার এবং তার দেশকে রক্ষা করার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
  • রাশিয়ান সেনাবাহিনী জানিয়েছে, ইউক্রেনের মেলিটোপোল শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এবং আকাশ ও সমুদ্র পথে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে হামলা করেছে।
  • মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে।
  • ফেসবুকের মূল সংস্থা মেটা, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াকে তার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন চালানো বা মনিটাইজেশন থেকে বিরত রেখেছে।
  • জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৫০,০০০ এরও বেশি ইউক্রেনীয় অন্য দেশে পালিয়েছে।
  • পূর্ব ইউরোপে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করেছে আমেরিকা।