ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ইউক্রেন সীমান্তে রুশ পরমাণু অস্ত্র বসাতে সম্মতি দিয়েছে বেলারুশ সরকার। সোমবার এ অনুমতি দেয় রাশিয়র মিত্র এ দেশটি।
বেলারুশের এই সিদ্ধান্তে আমেরিকার নেতৃত্বাধীন নেটো সামরিক জোটের উপর চাপ বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি:
- ইউক্রেন-বেলারুশ সীমান্তে কিয়েভ ও মস্কোর মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।
- প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী ২৪ ঘণ্টাকে ইউক্রেনের জন্য ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছেন
- ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়ার হামলার তীব্রতা কমে গেছে।
- ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক মৃত্যুর সংখ্যা ৩৫২ জন, যার মধ্যে ১৪ শিশু রয়েছে।
- রাশিয়া তার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে।
আরও পড়ুন:
রাশিয়ান সেনাদের ঠেকাতে অস্ত্র হাতে মানুষও
স্যোশাল মিডিয়ায় আটক রুশ সেনাদের ভিডিও
রাশিয়ান সৈন্যদের মৃতদেহ সরাতে রেডক্রসকে আহ্বান জানিয়েছে ইউক্রেন