কোভিড-১৯ যুদ্ধে যোগ দিলেন সদ্য করোনামুক্ত বলিউড গায়িকা কণিকা কাপুর (Kanika Kapoor)। কোভিড-১৯ আক্রান্ত রোগীর জন্য প্লাজমা ডোনেট করার সিদ্ধান্ত নিয়েছেন।
এরপর সোমবার সন্ধ্যায় কিং জর্জ মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল পজিটিভ এলে সম্ভবত ৫০০ মিলি প্লাজমা নেওয়া হবে। সোমবার প্লাজমা দেওয়ার ইচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম করেন গায়িকা।এরপরেই পরীক্ষা জন্য রক্তের নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এপর্যন্ত ৩ জন করোনা থেকে সেরে ওঠা রোগীর তাঁদের প্লাজমা সংগ্রহ করেছেন।কণিকা কাপুরের রক্ত পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে নেওয়া হবে তাঁর প্লাজমাও। আর চতুর্থতম প্লাজমাদাতা তিনি হবেন।
করোনাভাইরাস সংক্রান্ত খবর:
উহান ল্যাব থেকে ছড়িয়েছে ভাইরাস, উত্তর খুঁজছেন ট্রাম্প
চীনের পাশে হু, ‘সব দেশেই এমন হতে পারে’
ভিটামিন সি কি কোভিড-১৯ ঠেকাতে পারে?
চীন গোপনে পরমাণু বোমা ফাটিয়েছে, ট্রাম্প প্রশাসনের অভিযোগ
প্রথম করোনাভাইরাসের হদিশ পেয়েছিলেন এক বাস চালকের মেয়ে
বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ফিচার, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.