হিন্দু ধর্মালম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গোৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বাঙালীর প্রতিটি ঘরে এক ধরনের উৎসবের আমেজ তৈরী হয়। উৎসবের ৫দিন শেষে শুভ বিজয়া দশমীতে সকল ভেদাভেদ ভূলে সব সম্প্রদায় যেন এক মিলন মেলায় পরিণত হয়। ঠিক এ রকম মিলন মেলায় পরিণত হল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে হাজার হাজার দর্শনার্থীর সমাগমে।
আবরার ফাহাদ হত্যা: এজাহারভুক্ত আসামি মাজেদুল গ্রেফতার
ইঞ্জিন চালিত ট্রলার,কার্গো,সাধারণ নেীকা,বড় নেীকায় বাদ্য বাজনা,দূর্গা পূজার সঙ্গিত নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেছিল দর্শনার্থীরা। কে হিন্দু, কে মুসলিম এটা বিশেষ বিষয় ছিলনা সকলে বিজয়া দশমীর মিলন মেলায় মেতে উঠেছিল। এ মেলায় আনন্দকে ভাগাভাগি করতে এসেছিল শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি প্রমুখ।
আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হতবাক মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার
মিলন মেলায় উপজেলার কমালকাটি,ঝাঁপা,নওয়াবেঁকী,বড় কুপট,দূর্গাবাটি,দঃ বড় কুপট সহ অন্যান্য স্থানের দর্শনীয় দূর্গা প্রতিমাগুলি খোলপেটুয়া নদীতে বিসর্জনের জন্য আনা হয়।
উৎসবের মিলন মেলায় উত্তর ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশন পরিবেশের বিরুপ প্রভাব থেকে রক্ষা করতে সাধারণ মানুষকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে ১২ প্রজাতির ফলজ,বনজ ও ঔষধী বৃক্ষ বিনা মূল্যে বিতরণ করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষন করে।
আবরার হত্যায় সকালের স্বীকারোক্তি
শারদীয় দূর্গোৎসবের বিজয়া দশমীর মিলন মেলার এ ভ্রাতৃত্ব বন্ধন অটুট থাকুক সারা বছর এ আশা ব্যক্ত করে সকল দর্শনার্থীবৃন্দ।
রনজিৎ বর্মন শ্যামনগর, সাতক্ষীরা।