আবরার ফাহাদ হত্যা: এজাহারভুক্ত আসামি মাজেদুল গ্রেফতার

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পিটিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত আসামি মাজেদুল ইসলামকে (এমএমই বিভাগ, ১৭তম ব্যাচ) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মাজেদুল মামলায় তিনি ৮ নম্বর আসামি।

আবরার হত্যায় সকালের স্বীকারোক্তি

শুক্রবার ভোরে তাকে সিলেটের শাহ-কিরণ থেকে গ্রেফতার করা হয়।ডিএমিপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

আবরার হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

গত ৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই–বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির থেকে নিহত আবরারের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বুয়েট শাখা ছাত্রলীগের পদধারী কয়েকজন নেতা শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান।

সব আবাসিক হলে তল্লাশির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।