সুফি সান্টু, নাটোর: বাংলাদেশ পুলিশ উইমেনস নেটওয়ার্কের উদ্যোগে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের বড় হরিশপুর পুলিশ লাইনস্ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইনস্ ড্রিল সেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন , অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাত, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুনুর রশিদ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। এসময় নারী পুলিশ সদস্য সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন… নাটোরে ৭ মার্চ পালিত