মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

মাগুরা: অমর একুশে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জেলা প্রশাসক মোহম্মদ আলী আকবরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, সিভিল সার্জন ডাক্তার মুনশী মোহাম্মদ ছাদুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সিজানুর রহমান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাসুদেব কুন্ডু প্রমুখ। সভা থেকে জানানো হয়, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনারে পুস্পস্তাবক অর্পণ, শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থগার চত্বরে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারী ৩ দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।