দিল্লির নিজামুদ্দিন মার্কাজের ঘটনায় পুরো ভারতে করোনা ভাইরাসের আতঙ্ককে তরান্বিত করেছে। তাবলীগ জামাতের ধর্মীয় জমায়েতর পর থেকেই নিজামুদ্দিন মার্কাজের প্রধান মাওলানা সাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সূত্র মারফত জানা যাচ্ছে মাওলানা সাদ দিল্লিতেই আছেন, তবে কোয়ারেণ্টিনে।
মাওলানা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে অনেক আগেই। দিল্লি পুলিশ আগেই নোটিশ দিয়েছিল তাঁকে। কিন্তু ২৮ মার্চ থেকেই তিনি বেপাত্তা।
জানা যাচ্ছে, দিল্লির জাকিরনগর অঞ্চলে তিনি রয়েছেন। ইন্ডিয়া টুডে’র সূত্রের খবর, নিজামুদ্দিন মার্কাজের প্রধান মওলানা সাদকে ট্রেস করা হয়েছে এবং জানা গিয়েছে অডিও বার্তায় তিনি যেমন জানিয়েছিলেন সেই অনুযায়ী তিনি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন।
দিল্লি পুলিশ ভাবছে, মওলানা সাদকে জিজ্ঞাসাবাদ করবে তবে তা কোয়ারেন্টিন শেষ হলেই সম্ভব হবে বলেও জানা গিয়েছে।
অভিযোগ, করোনা পরিস্থিতিতে কেন্দ্রের জারি করা নির্দেশ লঙ্ঘন করেছে মাওলানা সাদ। পুলিশের নির্দেশ সত্ত্বেও তিনি মার্চ মাসে ধর্মীয় জমায়েতের আহ্বান জানিয়েছিলেন, এমনই অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
করোনাভাইরাস সর্বশেষ আপডেট: ৮ এপ্রিল
বাংলাদেশে সংখ্যা: ২১৮, মৃত্যু: ২০, সুস্থ্য: ৩৩।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা: 1,435,324 মৃত্যু: 82,210, সুস্থ্য: 303,020
করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:
করোনাভাইরাস: রক্তের প্লাজমায় চিকিৎসা
দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?
করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!