গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও নয়জন। এ নিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন আরও চারজন। সবমিলিয়ে সুস্থ হয়েছেন ৩০ জন।
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. নাসিমা সুলতানা, পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস সর্বশেষ আপডেট: ৪ এপ্রিল
বাংলাদেশে সংখ্যা: ৭০, মৃত্যু: ৮, সুস্থ্য: ৪০।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা: ১,১৩০,০৮৮, মৃত্যু: ৬০,১০৭, সুস্থ্য: ২৩৪,০২৩।
করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:
এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার পরীক্ষা পাশ করতে প্যারাসিটামল খেয়ে নামছেন অনেকে!
দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?
করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!
করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?