চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ঝড়ের গতিতে। মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছেম চীন জুড়ে ৭৭০০ জন আক্রান্ত হয়েছেন।
খবরে বলা হয়, চীনের হুবেই প্রদেশে মৃতের সংখ্যাটা ১৬০ ছাড়িয়েছে। এই প্রদেশেরই শহর হল উহান। সেখানে এই রোগে সব থেকে বেশি মানুষ আক্রান্ত। ছ কোটি মানুষের বাস এই প্রদেশে। যেখানে কমপক্ষে ২৭১৪ জনের নির্দিষ্টভাবে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
কী ভাবে চিনের উহানে ছড়াল করোনা ভাইরাস
প্রত্যেকটা দিন করোনা ভাইরাস নিয়ে নজরদারি চালাচ্ছে ডব্লুএইচও। আর প্রত্যেকটি ঘটনাই নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট জিংপিং। তিনি বলেছেন, মানুষ থেকে মানুষে এই রোগ ছড়ালেও, চিনের বাইরে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাটা কম।
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।