বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে আন্দোলনরত বুয়েটের শিক্ষার্থীরা ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হতে না দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। এর ফলে আগামী সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
১৯ আসামিকে বহিষ্কার করলো বুয়েট
শনিবার দুপুরে বুয়েট শহীদ মিনার চত্বরে সাংবাদিকদের সামনে বুয়েটের শিক্ষার্থীরা নতুন অবস্থানের ঘোষণা দেন। একইসঙ্গে দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বুয়েটে রাজনীতি নিষিদ্ধ
শিক্ষার্থীরা বলেন, বুয়েট প্রশাসন পাঁচ দফা দাবি মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেসব বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। এর ফলে আন্দোলন শিথিল করা হয়েছে। এই দুদিন আন্দোলন শিথিল করে ভর্তি পরীক্ষা আয়োজনে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার করছি।
এজাহারভুক্ত আসামি মাজেদুল গ্রেফতার
গত ৬ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই–বাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির থেকে নিহত আবরারের দেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, বুয়েট শাখা ছাত্রলীগের পদধারী কয়েকজন নেতা শের-ই বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান।