ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ১৪৯ জন যাত্রী ও আট জন ক্র নিয়ে বিধ্বস্ত হয়েছে। ১৫৭ আরোহীর সবাই নিহত নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। রোববার এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বিমানটি আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
আন্তজার্তিক গণমাধ্যম জানায়, সকাল ৬টা ৩৮ মিনিটে (গ্রিনিচ মান) বিমানটি ইথিওপিয়া রাজধানী আদ্দিস আবাবার এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে। কিন্তু যাত্রার মাত্র ছয় মিনিট পরেই কন্টোল টাওয়ারে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে ইথিওপিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর জানায়।
এয়ারলাইনস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বিমানটি ১৫৭ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। তাদের পরিণতির ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।