প্লেনে অস্ত্রধারী থাকায় জরুরি অবতরণ

চট্টগ্রাম: রানওয়েতে উড্ডয়নের পরপরই অবতরণ করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের একটি প্লেন। সন্দেহভাজন থাকায় বিমানের বিজি-১৪৭ নাম্বারের এ ফ্লাইটটি যাত্রা বিরতি রেখে রানওয়েতে উড্ডয়নের পরই দ্রুত অবতরণ করে। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের বরাতে একাধিক সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা যায়, এ ঘটনার পর প্লেনটির সকল যাত্রীকে নামিয়ে দেয়া হয়েছে এবং বিমানবন্দরটিতে ফ্লাইট উঠা নামা-বন্ধ রাখা হয়েছে। তবে দুই ক্রু এখনো বিমানেই রয়ে গেছেন। প্লেনটি কে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। এছাড়াও ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ৪টি ইউনিটের ১০ টি গাড়ি এবং টু হুইলার (দুই চাকার) বিশেষ অগ্নি নির্বাপক ২০ টি গাড়ি ঐ বিমানটির কাছাকাছি রাখা হয়েছে।

চট্টগ্রামের সংসদ সদস্য (এমপি) মাঈনুদ্দিন বাদল বলেন, প্লেনে একজন অস্ত্রধারী রয়েছে। তার হাতে গুলি করেছিল। তবে যাত্রীরা এবং চালকরা নিরাপদে আছেন। তিনি সাংবাদিকদের আরো জানান, ঐ ব্যক্তি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায় এবং আত্মসমর্পণ করতে চায়। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। উল্লেখ্য, তিনি ঐ প্লেনের যাত্রী ছিলেন।