এয়ারপোর্টে থার্মাল স্ক্যানার পরীক্ষা পাশ করতে প্যারাসিটামল খেয়ে নামছেন অনেকে!

ভারতের উত্তরপ্রদেশের আমৌসি বিমানবন্দরে দুবাই ফেরত বিমানের অনেক যাত্রীই শরীরের তাপমাত্রা লুকোবার জন্য বিমান থেকে নামার আগে ক্রোসিন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে নিয়েছেন এমন অভিযোগ উঠেছে। তাতে বিমানবন্দরের থার্মাল স্ক্যানার ওই যাত্রীদের শরীরের আসল তাপমাত্র বোঝা যায়নি। অথচ আদতে তাঁদের অনেকেরই তাপমাত্রা বেশি। যাঁদের মধ্যে কারও শরীরে করোনা সংক্রমণ থাকতেই পারে।
করোনা ভাইরাস

সেইসমস্ত যাত্রীদের হোম আইসোলেশনে থাকতে বলার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হলে অবিলম্বে জানাতে বলা হয়েছে। গোটা দেশের এই আতঙ্কের আবহে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

সেইসঙ্গে প্রশ্ন উঠে গিয়েছে, বাস্তব পরিস্থিতির কথা ভেবে নিজেদের সঠিক স্বাস্থ্যপরীক্ষা ও হোম কোয়ারানটিনে থাকার বদলে ওষুধ খেয়ে শরীরের তাপমাত্রা কমিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়া কি আদৌ যুক্তিযুক্ত? প্রশ্ন অনেক। উত্তর নেই। সূত্র: indiatimes.com

করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:

দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?

করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!

করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?

করােনার তথ্য জানাতে বাড়ানো হয়েছে হটলাইন নম্বর

করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!