ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি ২৮ নাবিকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩ মার্চ) রাত ৮টায় তাদের জাহাজ থেকে নিরাপদ বাঙ্কারে সরিয়ে নেয়া হয়েছে। বুধবার রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃতদেহও সরিয়ে নিয়ে হিমাগারে রাখা হয়েছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি:
- ৯ হাজার রুশ সেনা হত্যার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট।
- হাদিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকার রুশ দূতাবাস।
- খেরসনের দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী।
- উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে এক বিমান হামলায় অন্তত ২২ জন নিহত
- রাজধানী কিয়েভ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণ।
- মারিউপোল শহরের ওপর প্রচণ্ড গোলাবর্ষণ, শহরটি ঘিরে রেখেছে রুশ সেনারা।
আরও পড়ুন:
ধরা পড়ার পর খাবার ও চা, মিলল মায়ের সঙ্গে কথা বলার সুযোগও, কান্নায় ভাসলেন রুশ সেনা
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে গোলার আঘাত, এক নাবিক নিহত
ইউক্রেনের প্রথম নারী ফাইটার জেট পাইলট নাতাশা পেরাকভ নিহত