fbpx

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল ব্লকের হুমকি দিলেন ট্রাম্প

Donald Trump
এবার মার্কিন প্রেসিডেন্টের রোষে ‘হু’। করোনা (Coronavirus Outbreak) পরিস্থিতি নিয়ে চিনের প্রতি পক্ষপাতিত্ব করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এমন অভিযোগ করলেন ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তহবিল হ্রাস করারও হুমকি দিয়েছেন তিনি (Donald Trump)।
Donald Trump

তিনি হু-এর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়ে সাংবাদিকদের বলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি এবার ‘কঠোর অবস্থান’ থাকবে। উল্লেখ্য, আমেরিকার থেকেই নিজেদের স্বাস্থ্য তহবিলে বড় অঙ্কের অর্থ সাহায্য পায় ‘হু’। তিনি রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেন যে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্যের বরাদ্দ তহবিলের পরিমাণ কমানোর ভাবনাচিন্তা করছি। যা পরিস্থিতি (Coronavirus) তাতে সবার আগে নিজের দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের কথাই সর্বাগ্রে চিন্তা করতে হবে বলেন তিনি। 

‘আমেরিকা ফার্স্ট’ এই এজেন্ডার পক্ষেও মতামত ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প এর আগে জাতিসংঘেরও সমালোচনা করেছিলেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে কতটা কাটছাঁট করবেন তিনি তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

করোনাভাইরাস সর্বশেষ আপডেট: ৮ এপ্রিল

বাংলাদেশে সংখ্যা: ২১৮, মৃত্যু: ২০, সুস্থ্য: ৩৩।
বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা: 1,435,324  মৃত্যু: 82,210সুস্থ্য: 303,020

করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:

করোনাভাইরাস: রক্তের প্লাজমায় চিকিৎসা

দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?

করোনাভাইরাস রুখতে কলকাতায় গোমূত্র পান!

করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?

করােনার তথ্য জানাতে বাড়ানো হয়েছে হটলাইন নম্বর