নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় বিদেশি মদ রাখার দায়ে তাদের দু’জনের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবৈধ ওয়াকিটকি বহনের অপরাধে দেহরক্ষী জাহিদুল ইসলামকে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।
উল্লেখ্য, অভিযুক্ত ইরফান সেলিম ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ছেলে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর। অন্যদিকে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর জামাতা।