- Saturday
- January 18th, 2025
শুক্রবার সকালে বাগদাদ বিমানবন্দরে হামলায় ইরানের এলিট কুদস বাহিনীর প্রধান কাশেম সোলেমানি ইরাকে নিহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। ইরাকি কর্মকর্তারা ও সরাকরি সংবাদ সংস্থার তরফে জানানো হয়েছে, হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহুদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন। বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের...