বাংলা ভাষার বিকৃত চর্চা বন্ধ হোক

প্রতিদিনই সূর্যোদয় হয়। দিন শেষে রাত আসে। রাত্রি শেষে প্রভাতের রক্তিম আভা প্রকাশিত হলেই মানুষ ভুলে যায় পূর্বের দিনটিকে। কিন্তু কিছু কিছু দিন আছে যে দিনটি কেউ ভুলতে পারে না ভুলে যায় না । যুগ যুগান্তরে ইতিহাসের পাতায় রয়ে যায়...