- Saturday
- January 18th, 2025
সেজো মেয়ে বিপাশা টুয়েলভথ গ্রেডে পড়ছে। কাজও করছে একটা। এরপর বাস্কেটবলের অনুশীলন। সব সেরে সন্ধ্যায় বাবার প্রতিষ্ঠান সামলানোর কাজ। শুধু বিপাশাকে নয়, কেনেটিকাটের ছোট একটা শহর ম্যানচেস্টারে এই রেস্তোরাঁয় গিয়ে পেলাম তার বড় বোন মাঈশা, ছোট ভাই মাহদীকেও। ফাতিমা'স ফিউশন...
উদ্ভূত পরিস্থিতিতে কোম্পানীগঞ্জ এসোসিয়েশন নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দায়িত্বপ্রাপ্ত কমিশন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কার্যক্রম স্থগিতের কারণ ব্যাখ্যা করেন। প্রধান নির্বাচন কমিশনার আশীষ রঞ্জন ভৌমিক জানান, গত ১০ই অক্টোবর...