ঢাকা: ২৮ বছল পর অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলে বর্জনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে।
সোমবার দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রগতিশীল ছাত্রঐক্য প্যানেলের ডাকসুর সহ-সভাপতি পদপ্রার্থী লিটন নন্দী সবার পক্ষ থেকে এই বর্জনের ঘোষণা জানান। এসময় তারা নির্বাচন বাতিল এবং পুন: তফসিলের দাবি জানান। এছাড়া, আরেক সংবাদ সম্মেলনে ছাত্রদলও নির্বাচন বর্জন করার সিন্ধান্ত জানায়।
এদিকে, সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বর্জন ঘোষণা করেন স্বাধিকার স্বতন্ত্র পরিষদ প্যানেলের জিএস পদপ্রার্থী আসিফুর রহমান।