মানুষের মৃত্যু দিনক্ষণ ঠিক করে আসে না। ঘুমের সময় মৃত্যুর ঘটনা শুনেছেন? প্রায়ই রাতে ঘুমের সময় মৃত্যুর ঘটনা শুনা যায়। লোকে মুখে বলা হয়, নিদ্রার মধ্যে মারা যাওয়া হলো শান্তিতে চির বিদায়। তবে বাস্তবে কি তাই? ঘুমের মধ্যে ঠিক কী কারণে মানুষ মারা যেতে পারে জানেন?
বেশিরভাগই দেহের অতিরিক্ত ওজন, শ্বাসের সমস্যা, ঠান্ডায় নাক বন্ধ হওয়া এবং আরও ভিন্ন কয়েকাট কারণে নাক ডাকার প্রবণতা দেখা দেয়। অন্যদিকে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা থাকলে নাক ডাকার বাড়িয়ে দিয়ে অকাল মৃত্যুর আশঙ্কা তৈরি করে।
আরও পড়ুন: পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের রোজাগার, জানালেন মিয়া খলিফা
সম্প্রতি গবেষণায় জানা গেছে, স্লিপ ডিসঅর্ডার সমস্যার কারণে হৃদপিণ্ডের দুদিকের ভেন্ট্রিকুলার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর আমেরিকার প্রায় ৩ কোটির বেশি মানুষ ‘স্লিপ অ্যাপনিয়া’তে নানা মাত্রায় আক্রান্ত রয়েছে।
আরও পড়ন:. বিয়ের ভাবনা এবং ছেলের বলিউডে অভিনয়! যা বললেন মালাইকা আরোরা
এক নজরে জেনে নিন যেসব কারণে ঘুমের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে:
অনেক সময় হৃদরোগে আক্রান্ত হলে দম আটকে ঘুমেই মারা যায়। তাছাড়াও স্ট্রোক কিংবা ভীতিকর স্বপ্ন দেখলেও ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে। অন্যদিকে বন্ধ রুমে কার্বন মনোক্সাইড প্রভাব বিস্তার করলে ঘুমে মানুষের মৃত্যু ঘটতে পারে। এসব সমস্যা থেকে আগেভাগেই সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরার্মশ নিন। এমনকি নাক ডাকার সমস্যাকে গুরুত্বীন মনে করবেন না।