১৯ এপ্রিল: ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩১২, মোট ২৪৫৬

গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে আরও ৩১২ জন। এ নিয়ে দেশে এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫৬ জনে। করোনায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে।  নতুন করে ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭৫ জন।

রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে ‘করোনা ভাইরাস সংক্রান্ত ’অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

করোনাভাইরাস সর্বশেষ আপডেট: ১৯ এপ্রিল

বাংলাদেশ: আক্রান্ত ২৪৫৬ মৃত্যু: ৯১ সুস্থ্য: ৭৫।

World: Coronavirus Cases: 2,341,958 Deaths: 160,956 Recovered: 601,264

করোনাভাইরাস সংক্রান্ত আরও খবর:

উহান ল্যাব থেকে ছড়িয়েছে ভাইরাস, উত্তর খুঁজছেন ট্রাম্প

চীনের পাশে হু, ‘সব দেশেই এমন হতে পারে’

ভিটামিন সি কি কোভিড-১৯ ঠেকাতে পারে?

চীন গোপনে পরমাণু বোমা ফাটিয়েছে, ট্রাম্প প্রশাসনের অভিযোগ

প্রথম করোনাভাইরাসের হদিশ পেয়েছিলেন এক বাস চালকের মেয়ে

মায়ানমারে বাদুড়ের লালারসে ৬ রকমের নতুন করোনাভাইরাস

দেহে কী ভাবে ঢোকে? কোন পথে চালায় আক্রমণ?

করোনাভাইরাস কী ভাবে ছড়াচ্ছে? লক্ষণ ও চিকিৎসা কী?

করােনার তথ্য জানাতে বাড়ানো হয়েছে হটলাইন নম্বর