fbpx

অনলাইনে ইংরেজি শিখছে বাচ্চারা

কোভিড-১৯ সংক্রমণ শুরুও পর স্কুল এখনও খুলেনি। চারপাশে সতর্কতা। স্কুলের স্বাভাবিক কার্যক্রম থেকে বঞ্চিত শিশুরা। তবে লিয়াকত’স কিডস এর উদ্যোগে অনলাইনে ইংরেজি শিখছে বাচ্চারা।

নভেল করোনার শুরু থেকেই বাচ্চাদের ক্লাস ও বয়সভিত্তিক অনলাইনে ইংরেজি শেখার আয়োজন করে প্রতিষ্ঠানটি। নিয়মিত চলছে তাদের কার্যক্রম। ঘরে বসে বাচ্চাদের এই পাঠদানে শিক্ষার্থী ও অভিভাবকদেরও ব্যাপক কৌতূহল বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ফ্রি যাচাই ক্লাসের জন্য নিচে রেজিস্টেশন করুন:

প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক লিয়াকত হোসেন জানান, ২০১৬ সালে লিয়াকত’স কিডস ইংলিশ নামে কোর্সটি চালু করি। করোনার কারনে দেড় মাস বন্ধ ছিল। তারপর অভিভাবকদের আগ্রহে অনলাইনে আবার চালু করি। প্রথম ধাপে প্রায় ২শ শিক্ষার্থী অংশ নিয়েছে।

লিয়াকত হোসেন আরও জানান, ফেব্রুয়ারিতে আবার ২য় ধাপে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিশুদের মেধা, বয়স এবং শ্রেণী অনুযায়ী আলাদা টিমে ভাগ করে অভিজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে জুমে ক্লাস হয়। তাদের বাড়তি পড়াশোনার কোন চাপ নেই। বরং পাঠদান চলে মজার ছলে। একই সঙ্গে ফ্রি যাচাই ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। বিজ্ঞপ্তি।

হেল্পলাইন: 01790-555, 888 01872-30 40 50