IELTS, Spoken, English Foundation এবং Kid’s Spoken অনলাইন কোর্সে ২৫% পর্যন্ত ছাড় দিয়েছে Liakat’s।
ইংরেজি শিক্ষার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Liakat’s-এর লালমাটিয়া, উত্তরা এবং মিরপুর-১০ শাখায় এই ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন আগ্রহী শিক্ষার্থীরা।
১২ বছর ধরে Liakat’s শিক্ষার্থীদের জন্য ইংরেজি শিক্ষার IELTS, Spoken English এবং Foundation কোর্স পরিচালনা করে আসছে। আর ২০১৬ সালে বাচ্চাদের ইরেজিতে ছোট থেকেই পারদর্শী করতে Kid’s Spoken কোর্স চালু করে।
এছাড়া, বড়দের ইংরেজিতে দক্ষতা বাড়াতে ইউটিউবে প্রয়োজনীয় টিউটোরিয়াল প্রকাশ করছে।
ছাড় পেতে যোগাযোগ:- হেল্পলাইন: 01945-666777, মিরপুর: 01872-313131, উত্তরা: 01872-313233, লালমাটিয়া: 01872-304050
আরও পড়ুন: শিশুদের জন্য ইংরেজি কোর্স