অবশেষে রাশিয়ার সরকার করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি জনসাধারণের উপর প্রয়োগের অনুমোদন দিয়েছে। রুশ প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, মঙ্গলবার উদ্ভাবিত ভ্যাকসিনটি তার মেয়ের শরীরেও পুশ করা হয়েছে।
ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পশ্চিমা দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষজ্ঞদের একাংশের অভিযোগ রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনও মানব ট্রায়ালের সমস্ত ধাপ উত্তীর্ণ হয়নি। তাই এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন