লেবাননের বৈরুত বন্দরে মঙ্গলবারের বিস্ফোরণের পর এখন পর্যন্ত ৬০ জনের খোঁজ নেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, নিহতের সংখ্যা ১৫৪ জন। যার ২৫ জনকে এখনো চিহ্নিত করা যায় নি। এর বাইরে ৬০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
গত মঙ্গলবার বন্দরের একটি গুদামে বিস্ফোরণে অন্তত ১৫৪ জন নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হন। এছাড়া শিশুসহ মোট তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছেন। গুদামে ২৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল যা সার ও বোমা তৈরিতে ব্যবহৃত হয়।