‘ভারত মাতা কি জয়’ ১৮০০০ ফুট উচ্চতায় মাইনাস ৩০ডিগ্রী তাপমাত্রায়

ভারত: জোগাভ্যাসের পর এবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লাদাখের ১৮ হাজার ফুট উচ্চতায় মাইনাস ৩০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় পতাকা উত্তোলন আইটিবিপি র জাওয়ানদের।

পতাকা উত্তোলন এবং ‘ভারত মাতা কি জয়’ প্রতিধ্বনিত করার সময় আইটিবিপি তার টুইটারে এ চিত্র তুলে ধরে।এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রশংসা পেয়েছে এটি।

প্রসঙ্গত,এ এলাকাটিতে চীনাদের অনুপ্রবেশের ভয় রয়েছে বরাবর।যার ফলে ভারতীয় জাওয়ানরা মাইনাস ৩০ ডিগ্রী সেন্টিগ্রেডে সেখানে নজরদারী চালিয়ে থাকেন।ডোকলাম বিবাদের পর চীনাদের অনুপ্রবেশের বিষয়টি গুরুত্ব পেয়ে নজরদারি আরো বেড়ে যায়।

আরও পড়ুন… ব্রাজিলের ব্রমাদিনহোয় বাঁধ ধসে নিহত ৫০