করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আগেই চীনের সঙ্গে ঠান্ডা যুদ্ধ ছিল। কিন্তু করোনার পর তা বৃহৎ আকার ধারণ করছে। বার চীনকেই দোষী বানিয়েছে মার্কিন প্রশাসন। আর এবার আরও বিস্ফোরক অভিযোগ। আমেরিকার দাবি, বেজিং সম্ভবত পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে৷ অভিযোগ, গোপনে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে৷
মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর আলোড়ন শুরু হয়েছে বিশ্বজুড়ে। আমেরিকার দাবি, পরমাণু চুক্তি লঙ্ঘন করে মাটির নীচে পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে চিন। যদিও এর কোনও প্রমাণ এখনও দিতে পারেনি আমেরিকা। তবে এই অভিযোগে বিশ্বের অন্যতম দুই শক্তির দ্বন্দ্ব আবারও ফুটে উঠল বলে মনে করা হচ্ছে।
আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম চীনের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট রিপোর্টে বিস্ফোরক অভিযোগ করে বলে, ২০১৯ সালে একাধিক জিরো ইয়েল্ড নিউক্লিয়ার টেস্ট করেছে চিন। তাঁদের অভিযোগ, এই বিস্ফোরণে কোনও চেন রিঅ্যাকশন তৈরি হয় না। ফলে তা গোপনে করা যায়। এর স্বপক্ষে এখনও কোনও প্রমাণ দিতে না পারলেও বিস্ফোরণ ঘটানো সম্পর্কে একপ্রকার নিশ্চিত আমেরিকা। সূত্র: www.kolkata24x7.com