আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরের একটি বাঁধ ধসে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৫ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। শহরটিতে প্রায় ৩৯ হাজার মানুষের বাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাঁধ ধসে প্রায় তি’শত মানুষ নিখোঁজ রয়েছেন। মৃত্যু সংখ্যা ৫০ থেকে আরও বাড়তে পারে। এর আগে একই এলাকার বাঁধ ধসে ২০১৫ সালে মৃত্যুবরণ করেছিলো ১৯ জন। এনডিটিভি,বিবিসি,এবিসির তথ্যসূত্রে জানা যায়, ১২ টি হেলিক্টারের মাধ্যমে উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত ১৭০ জনকে জীবিত উদ্ধার করা গেছে এবং এদের মধ্যে ২৩ জন কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত্যুর কারন হিসেবে ব্রাজিলের পরিবেশ সুরক্ষা সংস্থা ইলবামা জানিয়েছে,“ লাখ লাখ টন পানি ও কাঁদা ছড়িয়ে পড়ায় এ মৃত্যু ঘটছে। শনিবার দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারো দুর্যোগগ্রস্থদের দেখতে উক্ত স্থানে যান। মানুষজন সহ,গাছ পালা এবং কৃষিক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে।