রানু মণ্ডলের ভাইরাল ছবি সত্যি নয়!

যে সোশ্যাল মিডিয়ার দৌলতে রানু মণ্ডলের এই উত্থান সেই সোশ্যাল মিডিয়াই তাকে নিয়ে মশকরা করতে ছাড়েনি। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল ট্রোলও।

ইন্টারনেট দুনিয়ায় দেদার ট্রোলড হচ্ছিলেন রানু মণ্ডল। যার মধ্যে সাম্প্রতিক উদাহরণ রানু মণ্ডলের মেকআপের ছবি। কদিন আগেই র‍্যাম্পে হেঁটেছেন রানু। সেইসঙ্গেই ছড়িয়ে পড়েছিল তাঁর মেকআপ করা ছবি। অতিরিক্ত চড়া মেকআপ করা হয়েছে। শুরু হয়ে যায় ট্রোল পর্ব।

তবে রানু মণ্ডলের ওই ছবি যে ভুয়া তেমনটাই দাবি করেছেন উত্তরপ্রদেশের এক বিউটি পার্লার। সেদিন রানু মণ্ডলের মেকআপ করেছিল ‘সন্ধ্যাস মেকওভার’ নামে কানপুরের একটি বিউটি পার্লার।

তাদের তরফেই জানানো হয়েছে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া রানুর ছবি মোটেও সঠিক নয়। পাশাপাশি আসল ছবি প্রকাশ করা হয়েছে ওই বিউটি পার্লারের তরফে। ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, “আসল আর নকলের ফারাকটা নিশ্চয় সবাই বুঝতে পারছেন।”

যে দাবানলের গতিতে রাণু মণ্ডলের গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তাঁকে নিয়ে তৈরি মিমও সেই গতিতেই ভাইরাল হতে শুরু করেছে।

প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।

ইতিহাসের পাতার সুপারহিট: