ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় গত দু দিনে গাজার ১৮ ফিলিস্তিনি শহীদ হলেন যার মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের দুজন শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছেন।
জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় খালিদ মাবাজ নামে ৩৮ বছর বয়সী আরো একজন কমান্ডার শহীদ হয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইসরাইলের বিরুদ্ধে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়ার সময় মাভাজের উপর হামলা চালানো হয়।
কাকে বিয়ে করছেন অভিনেত্রী কাজল আগরওয়াল?
এর একদিন আগে ইসরাইলের সেনাদের বিমান হামলায় জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবু আল-আতা ও তার স্ত্রীর শহীদ হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের দুদিনের হামলায় ৪৫ জন আহত হয়েছেন যার মধ্যে ২৩টি শিশু রয়েছে।
নতুন ভূমিকায় ভূমি
ইসরাইলের হামলার জবাবে জিহাদ আন্দোলন এ পর্যন্ত গাজা উপত্যকা থেকে ২০০’র বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরাইলের জাতীয় জরুরি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৪৬ জনকে চিকিৎসা দিয়েছে। সূত্র: পার্সটুডে
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।
ইতিহাসের পাতার সুপারহিট:
- বিমান থেকে প্যারাসুটে পালিয়েছিলেন যে চোর
- সামান্য ভুলে উড়োজাহাজ দুর্ঘটনা
- লেবাননের সাবরা ও শাতিলা ফিলিস্তিনি শিবিরে গণহত্যা
- লেবাননের সাবরা ও শাতিলা ফিলিস্তিনি শিবিরে গণহত্যা
- দুনিয়ার নরক -গুয়ান্তানামো বে