বাবরি মসজিদ মামলার সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট মামলার অন্যতম পক্ষ উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড (Sunni Central Waqf Board) । শনিবার সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, বিতর্কিত ২.৭৭ একর জমিতে মন্দির নির্মাণ হবে। মসজিদ নির্মাণের জন্য বিকল্প ৫ একর জমি দেওয়া হবে।
সুপ্রিম কোর্টের রায়ে রাগে ফেটে পড়েন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি । বাবরি মসজিদ মামলার রায় প্রসঙ্গে বলেন, শীর্ষ আদলত সর্বময় কিন্তু অভ্রান্ত নয়। তিনি আরও বলেন, আমাদের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আমাদের পাঁচ একর জমি দান করার কোনও প্রয়োজন নেই। মুসলমানদের সেই দান প্রত্যাখ্যান করা উচিত।
বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক: ফিরে দেখা
সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, বিতর্কিত জমিতে রামমন্দির হবে। বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের সুন্নি ওয়াকফ বোর্ড। কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে পরিকল্পনা করে ট্রাস্ট গঠনের মাধ্যমে মন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে।
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।