ইরাকের বাসিন্দা ছিলেন আবু বকর আল বাগদাদি। ২০১৪ সালে সিরিয়া এবং ইরাকের বহু এলাকা দখল করে খালিফা বলে দাবি করেন আইএস নেতা বাগদাদি।
যুক্তরাষ্ট্রের সেনারা বহু আইএস ডেরা ধ্বংস করলেও আইএস প্রধানের হদিস পায়নি। বাগদাদিকে ধরতে সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটি গাড়তে শুরু করে। ততদিনে আল-বাগদাদ মাথার বিনিময়ে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্প প্রশাসন।
মার্কিন দূতাবাসে ৫২ জিম্মি উদ্ধারে ব্যর্থ অভিযান
এমন পরিস্থিতিতে ২০১৯ এপ্রিল মাসে শেষবার বাগদাদিকে দেখা গিয়েছিল। এরপরই ২০১৯ সালের অক্টোবরে উঠে আসছে তার মৃত্যু সংবাদ।
যদিও এর আগে বহুবার বাগদাদির মৃত্যুর তত্ত্ব উঠে এসেছে। এরপরই ২০১৯ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠির প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হয়েছেন।
দুনিয়ার নরক -গুয়ান্তানামো বে
শনিবারের ওই হামলায় বাগদাদির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। প্রেসিডেন্ট ট্রাম্পও টুইটে বলেছেন, বড় কিছু একটা হয়েছে।
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।