কুর্দি গেরিলার বিরুদ্ধে তুরস্কের সেনা অভিযান রুখতে দেশটির সরকারের সঙ্গে চুক্তির পর ৩ শহরে ঢুকেছে সিরিয়ার সেনারা। শহরগুলো হচ্ছে- তাবকা, ইসা আইন এবং তাল-তামার।
সিরিয়ার সরকারি টেলিবিশন বলছে, কুর্দিদের সঙ্গে চুক্তির অনুযায়ী সেসব এলাকায় সরকারি সেনা মোতায়েন কার হচ্ছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের তুরস্কের সেনা অভিযান শুরুর পর সিরিয়ার সরকার এবং কুর্দি নেতাদের মধ্যে রোববার চুক্তি হয়।
চুপিচুপি আরও স্মার্ট হোন
এরইমধ্যে সোমবার রাকা শহরের কাছে অবস্থিত তাবকা শহরে সিরিয়ার সেনা পাঠানো হয়েছে। ওই এলাকায় সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। দীর্ঘদিন পর এই এলাকায় সিরিয়ার সেনারা প্রবেশ করল।
মেঘের রাজ্য মেঘালয় ভ্রমণ: পর্ব ১
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আইন ইসা শহরে সিরিয়ার সরকারি সেনারা প্রবেশ করার পর সেখানকার বাসিন্দারা তাদেরকে সানন্দে স্বাগত জানায়।
এদিকে সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ রোববার দাবি করেছে ৭৫ তুর্কি সেনা তাদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছে এবং ৯ জন সেনা আহত হয়েছে। এছাড়া লড়াইয়ে ৭ ট্যাংক ধ্বংস করা হয়েছে।