সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ দাবি করেছে ৭৫ তুর্কি সেনা তাদের সঙ্গে সংঘাতে নিহত হয়েছে এবং ৯ জন সেনা আহত হয়েছে। এছাড়া লড়াইয়ে ৭ ট্যাংক ধ্বংস করা হয়েছে।
চুপিচুপি আরও স্মার্ট হোন
সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ দাবি করেছে, রোববার রাস আল আইন শহরে এ হতাহতের ঘটনা ঘটে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে রাস আল আইন শহর পুরোপুরি দখলে দাবি করলেও এসডিএফ তা প্রত্যাখ্যান করে।
এদিকে, তুর্কি সেনাবাহিনীর সমর্থিত যোদ্ধারা নতুন কিছু এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে বলে দাবি করেছে।
মেঘের রাজ্য মেঘালয় ভ্রমণ: পর্ব ১
তুরস্ক সেনারা বলছে, তারা তাল আবইদ শহরের পাশ্ববর্তী একটি গ্রামে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছে। আর তাদের হামলায় চার শতাধিক কুর্দি গেরিলা নিহত হয়েছে।
প্রবাসী টিভির ইউটিউব চ্যানেলে যোগ দিতে এখানে ক্লিক করুন।