ইরানে সামরিক হামলা চালালে আগ্রাসীরা চোরাবালির ফাঁদে পড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টিভি ইন্টাভিউয়ে মি. খান এ কথা জানান বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ।
এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের যে কোন ধরণের সামরিক হস্তক্ষেপের পরিণতি নিয়ে সকলকে সতর্ক করেন।
ডেড সি রহস্য
ইমরান খান আরও জানান, তিনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আত্মত্যাগের সংস্কৃতি সম্পর্কে জানেন। সেজন্য বিশ্ব নেতাদের ইরানকে বাকি রাষ্ট্রগুলোর সাথে তুলনা করা সঠিক হবে না। ইরানের সাথে লড়াইয়ে ভয়াবহতা সম্পর্কে তাদের ধারণা থাকা উচিত। ইমরান খান বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনা হ্রাসে সবটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করবেন।
মার্কিন দূতাবাসে ৫২ জিম্মি উদ্ধারে ব্যর্থ অভিযান
গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তি থেকে সরে যাওয়ার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর তেল বিক্রির নিষেধাজ্ঞা দিয়েছে। ইরানের দাবি যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ আরোপ করেছে।
উল্লেখ্য, পাকিস্তানের প্রতিবেশি দেশ ইরান। যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মতো ইরানের সঙ্গেও পাকিস্তানের ভালো সম্পর্ক।
বিশ্বের সংবাদ, দেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ফিচার, বিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.