তুরস্কের হাতে এস-৪০০ ‘র প্রথম চালান

আমেরিকার হুশিয়ারি উপেক্ষা করে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ‘র প্রথম চালান সংগ্রহ করেছে তুরস্ক। শুক্রবার চালান হাতে পায় বলে জানায় তুরস্কের কর্মকর্তারা ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রাশিয়ার নিকট থেকে তুরস্ককের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংগ্রহ চালান অব্যাহত থাকবে। বার্তা সংস্থা তাসনিম বিবৃতি বরাতে আরও জানায়, এস-৪০০ ‘র  সংগ্রহ শেষ হলেই তা ব্যবহারের আরম্ভ করা হবে।

তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কিছুদিন আগে গণমাধ্যমকে বলেছেন, নিজের দেশের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিতের জন্য রাশিয়ার কাছ তার সরকার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে। বাইরের শত্রুদের আক্রমণ প্রতিরোধের জন্য এগুলো ব্যবহৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন..

ইরানে মার্কিন দূতাবাসে ৫২ জিম্মি উদ্ধারে ব্যর্থ অভিযান
বিশ্বের সংবাদদেশের সংবাদ, আর রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিফিচারবিনোদন আর খেলাধুলার সর্বশেষ বাংলা সংবাদ পড়তে লাইক করুন প্রবাসী টিভি’র Facebook পেজ আর সাবস্ক্রাইব করুন YouTube Channel.