আমেরিকার হুশিয়ারি উপেক্ষা করে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ‘র প্রথম চালান সংগ্রহ করেছে তুরস্ক। শুক্রবার চালান হাতে পায় বলে জানায় তুরস্কের কর্মকর্তারা ।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রাশিয়ার নিকট থেকে তুরস্ককের এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সংগ্রহ চালান অব্যাহত থাকবে। বার্তা সংস্থা তাসনিম বিবৃতি বরাতে আরও জানায়, এস-৪০০ ‘র সংগ্রহ শেষ হলেই তা ব্যবহারের আরম্ভ করা হবে।
তুর্কী প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কিছুদিন আগে গণমাধ্যমকে বলেছেন, নিজের দেশের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিতের জন্য রাশিয়ার কাছ তার সরকার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে। বাইরের শত্রুদের আক্রমণ প্রতিরোধের জন্য এগুলো ব্যবহৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন..